ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: মুজিবনগর দিবসে উপদেষ্টা

মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথ তলার আম্রকাননে ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠান
মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথ তলার আম্রকাননে ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠান | ছবি: এখন টিভি
0

যারা যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধার পরিচয়ে সুবিধা নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। আজ (বৃহস্পতিবার, ১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথ তলার আম্রকাননে ঐতিহাসিক মুজিবনগর দিবসের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেন, 'মুক্তিযোদ্ধার বিষয়ে ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি। যারা যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধার পরিচয়ে সুবিধা নিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে, সেগুলোর নিষ্পত্তি শেষে কঠোর পদক্ষেপ নেয়া হবে।'

ফারুক ই আজম বলেন, 'মুজিবনগরের ইতিহাস জাতির গর্ব, যা চিরকাল অম্লান থাকবে। ইতিহাস যেন কোনোভাবে বিকৃত না হয়, সেজন্য সকলকে সম্মিলিতভাবে এই দিবস উদযাপন করতে হবে। এই সরকারই সাংবিধানিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন করেছে।'

তিনি বলেন, 'মুজিবনগর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের যে অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো পূর্ণ সংস্কার করা হবে।'

এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান চৌধুরী, খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হোসাইন শওকত, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহেনাজ, পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, মন্ত্রণালয়ের সদস্য ক্যাপ্টেন (অব.) নুরুল হুদা।

এসএস