আন্তর্জাতিক চাপে গাজায় প্রবেশ ত্রাণবাহী ট্রাকের; ইসরাইলি হামলায় আরও ৭১ নিহত

গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলা হচ্ছে
গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলা হচ্ছে | ছবি: রয়টার্স
0

আন্তর্জাতিক চাপে অবশেষে দীর্ঘ ৫ মাস পর ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে অবরুদ্ধ গাজায়। আজ (রোববার, ২৭ জুলাই) সকালে রাফা সীমান্ত দিয়ে গাজার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি সহায়তা বোঝাই ট্রাক প্রবেশ করে বলে নিশ্চিত করেছে মিশর। এর আগে, বিমান থেকে ত্রাণ ফেলার দাবি করে ইসরাইল। এছাড়াও, সকাল ১০টা থেকে ৮টা পর্যন্ত ইসরাইলি আগ্রাসন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তেল আবিব। এদিকে, শনিবারও গাজায় ইসরাইলি হামলায় নতুন করে আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরইমধ্যে ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে অন্তত ২৪ জনের।

ইসরাইলি অস্ত্রের ভয়ে মাথা নত না করলেও ক্ষুধা নামক যন্ত্রণার কাছে হেরে যাচ্ছেন গাজার ফিলিস্তিনিরা। গেলো প্রায় ৫ মাস ধরে উপত্যকাটিতে কোন সহায়তা পৌঁছাতে দিচ্ছে না ইসরাইল। এতে গাজায় ২০ লাখের বেশি মানুষ অর্ধাহার-অনাহারে থেকে মানবেতর জীবন পার করছেন। মার্চ থেকে এ পর্যন্ত দুর্ভিক্ষ ও অপুষ্টিতে ভুগে ৮৫ শিশুসহ মৃত্যু হয়েছে শতাধিক ফিলিস্তিনির। এছাড়াও, ত্রাণ আনতে গিয়ে প্রাণ দিয়েছেন হাজারের বেশি মানুষ।

এ অবস্থায় দিনের পর দিন না খেয়ে থাকা ফিলিস্তিনিরা এখন তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন এক মুঠো খাবারের জন্য। এমন পরিস্থিতিতে গাজায় ত্রাণ পাঠাতে ইসরাইলকে চাপ দিয়ে যাচ্ছে জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংগঠন। ইউরোপের বেশ কয়েকটি দেশও গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন। এছাড়াও জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতও আকাশ থেকে গাজাবাসীর জন্য সহায়তা ফেলার কথা জানান।

অবশেষে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলা শুরু করেছে ইসরাইল। এ নিয়ে এক ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। যেখানে দেখা যায়, সহায়তা বোঝাই বড় বড় কার্টুন এয়ারক্রাফটে করে প্যারাসুটের মাধ্যমে গাজায় ফেলা হচ্ছে। অবশ্য এই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

আকাশ পথে ত্রাণ ফেলার পাশাপাশি স্থল পথেও গাজায় সহায়তা বোঝাই ট্রাক ঢুকতে শুরু করেছে। রোববার সকালে রাফা সীমান্ত দিয়ে গাজার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি সহায়তা বোঝাই ট্রাক প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে মিশর।

ফিলিস্তিনিদের সহায়তা পাঠানোর দাবি করলেও গাজায় দ্বিতীয় দফায় ত্রাণ নিতে যাওয়া ফ্রিডম ফ্রোটিলার হ্যান্ডালা জাহাজটি আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করেছে ইসরাইল। সেসময়, আটক করা হয় জাহাজে থাকা ২১ ক্রুকে। যাদের মধ্যে রয়েছেন সাংবাদিক, ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, মানবাধিকারকর্মী, পরিবেশবিদ, এনজিও কর্মী, আইনজীবীসহ অনেকে। তবে, জাহাজের সব আরোহী নিরাপদে রয়েছেন বলে এক টুইট বার্তায় নিশ্চিত করেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী। এ মাসেই ইতালি থেকে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে রওনা হয়েছিলো জাহাজটি।

এদিকে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন ২ শতাধিক ব্রিটিশ এমপি। ফিলিস্তিনের সার্বভৌমত্বের সমর্থনে ফ্রান্সের ঘোষণার পরই ব্রিটিশ এমপিদের এমন পদক্ষেপ। এছাড়াও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সঙ্গে এ ইস্যুতে কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের মন্ত্রীপরিষদ বৈঠকে গাজা সংকট সমাধানে দ্বি-রাষ্ট্রনীতির প্রস্তাব তুলে ধরবেন তিনি।

ফ্রান্স ও যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশ যখন গাজার স্বাধীনতার কথা ভাবছে তখন খোদ আরব মিত্ররাই গাজার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বলে অভিযোগ করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোঁ।

এদিকে হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন ইসরাইলিরা। গাজা যুদ্ধ বন্ধ করে বন্দি স্বজনদের ফিরিয়ে আনার দাবিও তাদের।

ইএ