'ব্যাংক লুটকারীদের বিচার নিশ্চিতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত সরকারের'

সৈয়দা রিজওয়ানা হাসান ও শফিকুল আলম
সৈয়দা রিজওয়ানা হাসান ও শফিকুল আলম | ছবি: পিআইডি
0

যারা ব্যাংক লুট করেছে তাদের বিচারের আওতায় আনতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে ৪টি অধ্যাদেশের খসড়ায় নীতিমালা অনুমোদন দেয়া হয়। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের খসড়া অনুমোদন হয়। কেন্দ্রীয় ব্যাংক আরও শক্তিশালী করতে এই উদ্যোগ।

ব্যাংক লুট করা হয়েছে তার পুনরাবৃত্তি রোধে এই সিদ্ধান্ত। এছাড়া সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ এবং রাজস্ব নীতি ও ব্যাংক ব্যবস্থাপনা আলাদা করার নীতিগত সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ।

এছাড়া বৈঠকে নেয়া সিদ্ধান্তের মধ্যে রয়েছে, অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক কনভেনশনে অনুস্বাক্ষর করবে বাংলাদেশ।

আরো পড়ুন:

উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেয়, বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করতে সিপিসি আইনের আধুনিকায়ন করা হবে। এতে এখন থেকে মোবাইল এসএমএসসহ ডিজিটাল মাধ্যমে সমন জারির করা যাবে।

সেজু