শুধু কমিশন এককভাবে ঐকমত্য তৈরি করতে পারবে না: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ | ছবি: সংগৃহীত
0

শুধু জাতীয় ঐকমত্য কমিশন এককভাবে ‘ঐকমত্য’ তৈরি করতে পারবে না। তাই ঐকমত্য তৈরিসহ রাজনৈতিক দলগুলোকে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডা. আলী রীয়াজ।

আজ (রোববার, ৪ মে) সকালে সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

এ সময় ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার বলেন, ‘দিনের পর দিন সংস্কারের নামে কালক্ষেপণ না করে ন্যূনতম মতের ভিত্তিতে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হোক।’

এ সময় তিনি আরো বলেন, ‘রাষ্ট্রকাঠামোর বিধিমালার সুযোগ নিয়ে নতুন কোন ক্ষমতাধর দল যেন স্বৈরশাসন তৈরি করতে না পারে, সে বিষয়ও বৈঠকে তুলে ধরবে ১২ দলীয় জোট।’

সেজু