গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা

গাজীপুরে হামলায় ক্ষত-বিক্ষত গাড়ি ও আহত হাসনাত আবদুল্লাহ
গাজীপুরে হামলায় ক্ষত-বিক্ষত গাড়ি ও আহত হাসনাত আবদুল্লাহ | ছবি: এখন টিভি
0

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ (রোববার, ৪ মে) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় এ হামলার ঘটনা ঘটে। এতে হাসনাত আবদুল্লাহ আহত হন।

রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ হামলার ঘটনা জানান। পোস্টে তিনি বলেন, গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।

আরো পড়ুন:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমও নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’

এএইচ