সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু

বাগান থেকে চলছে আম সংগ্রহ ও বাছাই
বাগান থেকে চলছে আম সংগ্রহ ও বাছাই | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরায় চলতি মৌসুমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম পাড়া। প্রথম দফায় পাড়া হচ্ছে গোবিন্দভোগ, গোপালভোগসহ স্থানীয় জাতের আম। আজ (সোমবার, ৫মে) সকাল থেকে বাগান থেকে আম পাড়া শুরু করেছেন চাষিরা।

আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহ ও বাজারজাত কার্যক্রম শুরু হয়েছে।

আম সংগ্রহ ও বাজারজাতকরণ ক্যালেন্ডার অনুযায়ী আজ ৫ মে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোপালখাস ও বৈশাখীসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু করছেন চাষিরা।

২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া আম, ৫ জুন আম্রপালি আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সেজু