এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার জন্য ফুটপাতে দাঁড়াতে নেতাকর্মীদের মির্জা ফখরুলের নির্দেশ

কাল দেশে ফিরছেন খালেদা জিয়া

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার সময় এসএসসি পরীক্ষার্থীদের যেন অসুবিধা না হয়, সেজন্য নেতাকর্মীদের রাস্তায় না দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (সোমবার, ৫ মে) নেতাকর্মীদের উদ্দেশে মুঠোফেনে তিনি এ বার্তা দেন।

মির্জা ফখরুল বলেন, ‘কাল ১০টায় তিনি (খালেদা জিয়া) ঢাকা বিমানবন্দরে আসবেন। সেখান থেকে কাকলি পর্যন্ত আসবেন। স্বাভাবিকভাবেই একটা জনসমাবেশ হবে। কিন্তু এসএসসি পরীক্ষা আছে, তাদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সেজন্য সবাইকে অনুরোধ করতে চাই, রাস্তার ওপর যেন কেউ না দাঁড়ায়। তারা যেন ফুটপাতে দাঁড়িয়ে সংবর্ধনা দেয়।’

তিনি বলেন, ‘আর পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই, তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ঢাকা সিটির নেতাকর্মীদের কাছে আবেদন রাখতে চাই যে, তারা এ ব্যাপারটাতে বিশেষ নজর দেবেন।’

তিনি আরও বলেন, ‘কোনো রকমে রাস্তায় যেন কেউ না দাঁড়ায়, কোনো ট্রাফিক বিঘ্নিত না করে, যেন পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়। সাময়িকভাবে কিছু সমস্যা হতে পারে ট্রাফিকের। আমরা যথাসাধ্য চেষ্টা করবো যেন পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। সবাই মিলে আমরা চেষ্টা করবো।’

এসএস