গেজেট হলেই সীমানা নির্ধারণের কাজ শুরু: ইসি সচিব

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ | ছবি: এখন টিভি
0

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (বুধবার, ৭ মে) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সচিব আখতার আহমেদ বলেন, ‘সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে অনুমোদন পেয়েছে। গেজেট পাওয়ার পরেই সংসদীয় সীমানা নির্ধারণের কাজ শুরু করা হবে।’

সীমানা নির্ধারণের আবেদন বিষয়ে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে ৬১টি সংসদীয় আসনের বিপরীতে ৪০৫টি আবেদন জমা পড়েছে। সীমানা নিয়ে কারো আপত্তি আছে কি না, তা জানতে নতুন করে আবারো আবেদন আহ্বান করবে ইসি।’

তিনি জানান, পুরনো আইন বিদ্যমান রেখেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণে কাজ করবে নির্বাচন কমিশন।

এনএইচ