আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাহাঙ্গীর আলম চৌধুরী, আওয়ামী লীগ লোগো
জাহাঙ্গীর আলম চৌধুরী, আওয়ামী লীগ লোগো | ছবি: সংগৃহীত
0

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (সোমবার, ১২ মে) বিকেলে প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন আমার মনে হয়, হয়ে গেছে। আমি এখানে থাকার কারণে শেষ খবরটা বলতে পারছি না। আমার মনে হয়, হয়ে গেছে। প্রজ্ঞাপনে যে ধরনের ইন্সট্রাকশন থাকবে, সেটা ধরেই আমরা কাজ করবো।’

এর আগে গত শনিবার (১০ মে) রাত ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ ঘোষণা দেন। ঘোষণার পর পরই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’।

আরো পড়ুন:

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার পর পরই হোটেল কন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয়া আন্দোলনকারীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। এর পরই স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর পর্যন্ত।

এএইচ