শাহজালাল বিমানবন্দরে বেড়েছে আয়, যাত্রী পরিবহনে রেকর্ড

বেবিচকে আয়োজিত অনুষ্ঠান
বেবিচকে আয়োজিত অনুষ্ঠান | ছবি: সংগৃহীত
0

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলো অর্থবছরে আয় হয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা। যা আগের অর্থবছরের চেয়ে ১১ শতাংশ বেশি। আর বছরে ৮০ লাখ যাত্রীসেবার সক্ষমতা থাকলেও গেলো বছর এই বিমানবন্দর যাত্রী পরিবহন করেছে রেকর্ড ১ কোটি ২০ লাখ।

আজ (বুধবার, ১৪ মে) দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব তথ্য জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদায়ী নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি জানান, ৮৫ শতাংশ লাগেজ যাত্রীদের কাছে পৌঁছানো হয়েছে সর্বোচ্চ ৬০ মিনিটের মধ্যে।

এদিকে, তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক মান বজায় রেখে অপারেশন শুরু করার চ্যালেঞ্জ নিতে চান নতুন নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

এনএইচ