এ সময় তারা, ইশরাককে মেয়র হিসেবে দ্রুত শপথ করানোর দাবি করেন। তারা বলেন, গেজেট প্রকাশের পরেও শপথ না করানো ষড়যন্ত্র।
নেতা-কর্মীরা বলেন, আদালত তাকে মেয়র ঘোষণা করলেও এখনো তার শপথ পড়ানো হয়নি।
তিনি জানান, একটি মহল এতে বাধা হয়ে দাঁড়িয়েছে, যা গণতান্ত্রিক পথকে রুদ্ধ করবে। উল্লেখ, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে তাপসকে মেয়র ঘোষণা করা হয়।
পরে চলতি বছরের ২৭ মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।
ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি।
২৭ এপ্রিল ইশরাক হোসেনকে নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।