‘অবৈধ নির্বাচনকে বৈধতা দেয়ার যে ব্যাপারটি বলা হচ্ছে তা ঘৃণাভরে প্রত্যাখান করছি’

ইশরাক হোসেন
ইশরাক হোসেন | ছবি: এখন টিভি
0

অবৈধ নির্বাচনকে বৈধতা দেয়ার যে ব্যাপারটি বলা হচ্ছে ঘৃণাভরে প্রত্যাখান করছি— বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মনোনীত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ (শনিবার, ১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়া নিয়ে চলমান সংকট প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে তিনি নিজের অবস্থান সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

ইশরাক হোসেন বলেন, ‘অবৈধ নির্বাচনকে বৈধতা দেয়ার যে ব্যাপারটি বলা হচ্ছে সেটি ঘৃণাভরে প্রত্যাখান করছি। স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকার নির্বাচন কমিশনের ওপর এরই মধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে। যা আগামী নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্ন করবে।’

তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যে বিবৃতি দেয়া হয়েছে তাতে বিচারকদের টার্গেট করা হয়েছে। যে কালচার আওয়ামী লীগ আমলে দেখা যেতো।’

আজকের আন্দোলনের বিষয়ে ইশরাক বলেন, ‘আন্দোলনের ঘোষণা দিচ্ছি না, বরং আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে চাই। আজ যে আন্দোলন হয়েছে তা ব্যক্তিগতভাবে ডাক দেয়া হয়নি। বরং জনগণ নিজ উদ্যোগেই এই আন্দোলন করছে। যা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।’

তিনি বলেন, ‘ধানের শীষের প্রার্থীদের প্রতি বৈষম্য করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে রায় বাস্তবায়নের আহ্বান।’

আরো পড়ুন:

এর আগে গত ১৪ মে থেকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানো ও দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ করে আসছিলেন তার সমর্থকরা।

আজও তৃতীয় দিনের মতো ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে ‘ঢাকাবাসী’ ব্যানারে বিক্ষোভ করেন তার সমর্থকরা।

বিক্ষোভ কর্মসূচি থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন।

গত ২৭ এপ্রিল বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র ঘোষণা করে, জারি করে নির্বাচন কমিশন।

এসএস