আওয়ামীপন্থি ৪৪ আমলার বাধ্যতামূলক অবসরের দাবি জুলাই ঐক্যের

জুলাই ঐক্য
জুলাই ঐক্য | ছবি: সংগৃহীত
0

জুলাই ছাত্র-জনতার আন্দোলনকালে গুলি করতে নির্দেশ দেয়া ৯৫ ম্যাজিস্ট্রেট, সচিবালয়সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৪৪ জন আমলার তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। আগামী ৩১ মের মধ্যে তালিকায় প্রকাশিত আওয়ামী লীগ সমর্থিত এসব আমলাদের বাধ্যতামূলক অবসরের দাবি জানিয়েছে তারা।

আজ (মঙ্গলবার, ২০ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করা হয়।

এসময় বলা হয়, তালিকায় প্রকাশিত সকল আমলার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। প্রকাশিত এ তালিকা আংশিক, শিগগিরই ওয়েবসাইটের মাধ্যমে সব সেক্টরে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশ করা হবে।

দাবি জানিয়ে বলা হয়, প্রকাশিত তালিকার আলোকে তিন সরকারি কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে।

দেশের তথ্য পাচারকারী ছাত্রজনতার বুকে গুলি চালানো, নির্দেশকারী এবং সহযোগিতাকারী সব আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের পরিবারসহ সকলের ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দ করতে হবে।

এসব আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

সেজু