বিকেলে টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস | ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক
0

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (শুক্রবার, ৩০ মে) বিকেলে টোকিও’র সোকা বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট শ্রোতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।

সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে তার অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়টি অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।

এদিকে চারদিনের জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা আগামীকাল (শনিবার, ৩১ মে) সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে টোকিও ত্যাগ করবেন। তিনি ওই দিন গভীর রাতে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এএইচ