বিএনপি চেয়ারপারসনের বাসভবন ও কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে চেয়ারপারসনের বাসভবন ও কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত
জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে চেয়ারপারসনের বাসভবন ও কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত | ছবি: সংগৃহীত
0

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ও কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ৩০ মে) বাদ আসর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রথম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ঢাকায় অবস্থানরত তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, শহীদ জিয়ার ভাগিনা মামুনুর রহমান টুইংকেল, বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, ভাগিনা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ডিউকসহ নিকট আত্মীয়-স্বজনেরা।

এছাড়া বাসভবনের দোয়া মাহফিলে আরো অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, দলের ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা ও গুলশান কার্যালয়ের কর্মকর্তা অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী। হাফেজ মো. হুমায়ূন কবির খান বিএনপি চেয়ারপারসনের বাসভবনে অনুষ্ঠিত দোয়া মাহফিল মোনাজাত পরিচালনা করেন।

এদিকে আজ বাদ মাগরিব, বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় দোয়া মাহফিলে অংশ নেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন), দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ডক্টর আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, নুরুল ইসলাম মনি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মীর মোহাম্মদ নাছির উদ্দীন, আবুল খায়ের ভূঁইয়া, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আফরোজা খান রিতা।

অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সাংবাদিক এমএ আজিজ, দলের যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।—বাসস

সেজু