জামায়াতের নিবন্ধন-প্রতীক ইস্যুতে ইসির ইতিবাচক সাড়া

নির্বাচন কমিশন, জামায়াতে ইসলামীর লোগো
নির্বাচন কমিশন, জামায়াতে ইসলামীর লোগো | ছবি: সংগৃহীত
0

নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে নির্বাচনের কমিশনের ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত সময়ের মধ্য আদালতের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে কমিশন বলে জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

আজ (সোমবার, ২ জুন) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব জানান।

বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার অন্যায়ভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করলেও আদালতের রায়ে খুশি তারা। বৈঠকে আদালতের রায়ের বিষয়ে কথা হয়েছে।

বৈঠকে কমিশনের সাড়া মিলেছে জানিয়ে হামিদুর রহমান জানান, অফিসিয়াল কাজগুলো দ্রুত নিষ্পত্তি করতে দলটির পক্ষ থেকে বলা হয়েছে।

আদালতের রায়ে দলটির পূর্বের অবস্থা ফিরিয়ে দিতে বলায় এতে পূর্বের ‘দাঁড়িপাল্লা’ প্রতীক পাওয়ার বিষয়ে আশাবাদী তারা।

এসএস