রাজধানীতে যৌথবাহিনীর অভিযান, মিলছে ঈদযাত্রায় পরিবহনগুলোর অনিয়মের প্রমাণ

রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে সেনাবাহিনী ও পুলিশের অভিযান
রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে সেনাবাহিনী ও পুলিশের অভিযান | ছবি: সংগৃহীত
0

রাজধানীতে ঈদুল আজহায় বাস কাউন্টারগুলোতে যাত্রীদের বাড়তি চাপের সুযোগে বেশি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া দীর্ঘ অপেক্ষার পরও টিকিট না পাওয়ার অভিযোগও করেছেন যাত্রীরা। আজ (বৃহস্পতিবার, ৫ জুন) বিকালে নগরীর ফকিরাপুল এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সমন্বিত যৌথবাহিনীর অভিযানে এ বিষয়গুলো সামনে আসে।

এসময় লাল সবুজ, নীলাচল পরিবহনসহ কয়েকটি পরিবহকে যাত্রীদের থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দিতে বাধ্য করা হয়। 

বেশির ভাগ কাউন্টারে যাত্রীদের বাসের অপেক্ষায় থাকতে দেখা যায়। এসময় যাত্রীরা অভিযোগ করেন বাড়তি ভাড়া আদায়ের। 

অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টরা বাড়তি ভাড়া আদায়ের কথা স্বীকার করে বলেন, ‘অন্যায় জেনেও বাস মালিক সমিতির নির্দেশেই পরিবহন শ্রমিকদের বোনাস দিতে বাড়তি অর্থ আদায় করছেন তারা।’

এসএইচ