সীমান্ত দিয়ে 'পুশ ইন' প্রতিরোধেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় ঈদের দিনেও বিজিবি সদস্যরা ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে সীমান্তে কঠোর নজরদারি রেখেছেন। পাশাপাশি টহল তৎপরতা জোরদার করে দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন তারা।
আজ (শনিবার, ৭ জুন) সারাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হচ্ছে। এই ধর্মীয় উৎসব পালনের অংশ হিসেবে মুসল্লিরা কোরবানি করছেন পশু।
এই পশুর চামড়া অবৈধভাবে ভারতে পাচার হওয়ার নজির রয়েছে এবং সাম্প্রতিক সময়ে বিএসএফের 'পুশ ইন' তৎপরতা বেড়ে চলেছে। তাই এই ধরণের পাচার ও 'পুশ ইন' ঠেকাতে বিজিবি সীমান্তে নজরদারি জোরদার করেছে।