স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

হাসপাতালে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
হাসপাতালে যাচ্ছেন বেগম খালেদা জিয়া | ছবি: এখন টিভি
2

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ (বুধবার, ১৮ জুন) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হাসপাতালের উদ্দেশে গুলশানের বাসা থেকে রওনা দেন তিনি।

এসময় বাসা থেকে বের হলে বিএনপি নেতাকর্মীরা তার গাড়িবহরের সামনে ভিড় করেন। এতে গাড়িবহরটির গতি ধীর হয়ে যায়।

চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবেন তিনি। বড় ধরনের জটিলতা না থাকলে আজ রাতেই বাসায় ফিরবেন তিনি।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। শুরুতে তিনি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হয়ে চিকিৎসা নেন। ১৭ দিনের ক্লিনিক-পর্ব শেষে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন তিনি।

লন্ডনে ১১৭ দিনের দীর্ঘ চিকিৎসা শেষে গত ৬ মে লন্ডনে প্রায় চার মাসের চিকিৎসা শেষে দেশে ফেরেন খালেদা জিয়া।

সেজু