হামিদুর রহমান আজাদ বলেন, ‘অতীতের তিনটি কমিশনের মতো করে দেখছি না এই কমিশনকে। আশা করি এই কমিশন জনআস্থাকে সামনে রেখে এগিয়ে যাবে।’
নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্যও প্রধান নির্বাচন কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে।’
যথাযথ উদ্যোগ নিয়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে বৈঠকে।
বিগত সময়ে জামায়াতের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়ে চরম অন্যায় করা হয়েছিল উল্লেখ করে হামিদুর রহমান আজাদ বলেন, ‘আদালতের রায়ের প্রেক্ষিতে নিবন্ধন ও প্রতীক জামায়াতকে ফিরিয়ে দেয়ার মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।’