তিতাসের সাঁড়াশি অভিযান; শতাধিক সংযোগ বিচ্ছিন্ন

তিতাসের অভিযান
তিতাসের অভিযান | ছবি: সংগৃহীত
0

তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত ও উচ্ছেদে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে। গতকাল (মঙ্গলবার, ২৪ জুন) তিনটি পৃথক এলাকায় পরিচালিত অভিযানে একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক ভবনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নারায়ণগঞ্জের দেওভোগ, মাসদাইর, ফতুল্লা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে অভিযানে ‘আয়মান হোসিয়ারি অ্যান্ড কালার’, ‘মায়ের দোয়া রেস্টুরেন্ট’ ও ‘বিসমিল্লাহ হোটেল’র অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসঙ্গে ৩ জন আবাসিক গ্রাহককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

গাজীপুরের কোনাবাড়ি ও হরিনাচালা এলাকায় ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১০টি বহুতল ভবন ও ৬০টি আধাপাকা বাড়ির প্রায় ৪৬০টি গ্যাসচালিত চুলা, ১৪টি রেগুলেটর এবং ৫২০ ফিট পাইপলাইন জব্দ করা হয়।

এ ছাড়া রাজধানীর সানারপাড়, জুরাইন ও মোহাম্মদবাগে ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে চালানো অভিযানে বিপুল পরিমাণ পাইপ, বুস্টার, রেগুলেটর, হোস পাইপ ও চুলার সরঞ্জামাদি জব্দ করা হয়। এসময় ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং এ ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।–প্রেস বিজ্ঞপ্তি

এনএইচ