১৬ জুলাই আবু সাঈদ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস ঘোষণা

শহীদ আবু সাঈদ ও জুলাই গণঅভ্যুত্থান
শহীদ আবু সাঈদ ও জুলাই গণঅভ্যুত্থান | ছবি: সংগৃহীত
0

১৬ জুলাই 'শহীদ আবু সাঈদ দিবস' হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া সরকার ৫ আগস্টকে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' হিসেবে ঘোষণা করেছে। বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবছর এ তারিখকে 'শহীদ আবু সাঈদ দিবস' ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত 'খ' ও 'ক' শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উক্ত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে বলা হয়।

সেজু