স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সব আয়োজন যাতে নির্বিঘ্নে হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।’
আরো পড়ুন:
এসময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভুলে ম্যাগাজিন এয়ারপোর্টে নিয়ে গিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এয়ারপোর্টের সিকিউরিটিতে সবার জন্য যেন একইভাবে আইন প্রয়োগ করা হয় তা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, উপদেষ্টা জানান, কুমিল্লা ও পটুয়াখালীর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে।