ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে ১ হাজার ৯৯৫ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন: দুইদিনে ডিএমপির প্রায় আড়াই হাজার মামলা | এখন
0

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে ১ হাজার ৯৯৫টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সোমবার (৩০ জুন) এসব মামলা দায়ের করা হয়। এছাড়াও অভিযানকালে ৩১১টি গাড়ি ডাম্পিং ও ৮২টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি

এএইচ