‘সব শহীদদের সম্মান ও পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া | ছবি: সংগৃহীত
1

জুলাই গণঅভ্যুত্থানে সব শহীদদের সম্মান ও পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ (মঙ্গলবার, ১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে সব শহীদদের সম্মান ও পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। জুলাই শহীদের শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা রইলো। তাদের ত্যাগ জাতি চিরদিন মনে রাখবে।’

তিনি বলেন, ‘খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিল আওয়ামী লীগ।’

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করতে হবে। যে নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার সুযোগ হয়েছে তা দ্রুত সম্পন্ন করতে হবে।’ এছাড়া কর্মপরিবেশ ও জননিরাপত্তা নিশ্চিত করার কথা জানান খালেদা জিয়া।

তিনি বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। বীরদের রক্তস্রোত বৃথা না যায়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এর আগে ভার্চুয়ালি ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতিত্ব করেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী।

এএইচ