রাজধানীর টিকাটুলিতে কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ড

২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কেমিক্যাল গোডাউনে আগুন
কেমিক্যাল গোডাউনে আগুন | ছবি: এখন টিভি
0

ভোর ৫টায় হাটখোলা রোডের মামুন প্লাজার তৃতীয় তলায় কেমিক্যাল গোডাউনে আগুন আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় সকাল ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবন মালিক গোপনে কেমিক্যালের গোডাউন ভাড়া দিয়েছিলেন বলে অভিযোগ আবাসিক বাসিন্দাদের। এদিকে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, নেই হতাহতও। আবাসিক ভবনে রাজউক কেমিক্যালের গোডাউনের অনুমোদন দিয়েছিলো কিনা সে বিষয়েও ক্ষতিয়ে দেখার কথা জানায় ফায়ার সার্ভিস।

ফজরের আজানের পর পর রাজধানীর টিকাটুলির একটি আবাসিক ভবনে আগুন। সূত্রপাত ভবনটির তিন তলার কেমিক্যালের গোডাউন থেকে। নিরাপদে নামিয়ে নিয়ে আসা হয় আবাসিক বাসিন্দাদের। প্রথমে পর্যায়ে নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে কল করেন ভবনের বাসিন্দারা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ভোর ৫ টা ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বাড়ায় একে একে যোগ দেয় ৭ টি ইউনিট। তবে, কেমিক্যালের তীব্র গন্ধে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। টানা ২ ঘণ্টা চেষ্টায় সকাল ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাসিন্দারা জানতেন, মামুন প্লাজার ১২ তলা ভবনটির নিচের তিন তলা বাণিজ্যিক কাজে ব্যবহার করা হতো। আর উপরের বাকি ৯ তলা আবাসিক। ভবন মালিক গোপনে কেমিক্যালের গোডাউন ভাড়া দিয়েছিলেন। ভীতি আর ক্ষোভ জানান তারা।

এদিকে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, নেই হতাহতও। আবাসিক ভবনে রাজউক কেমিক্যালের গোডাউনের অনুমোদন দিয়েছিলো কিনা সে বিষয়েও ক্ষতিয়ে দেখার কথা জানায় ফায়ার সার্ভিস।

এ আবাসিক ভবনটিতে সেফটি ডাটা শিট না থাকলেও ভবনটি ব্যবহার হচ্ছে কেমিক্যালের গোডাউন হিসেবে। আজকের অগ্নিকাণ্ডে ৫২টি ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদে বের করা গেলেও যতদিন ভবনটিতে কেমিক্যাল গোডাউন হিসেবে ব্যবহার হবে তাদের নিরাপত্তা ঝুঁকিও থাকবে ততদিন।

এএইচ