'মালয়েশিয়া থেকে জঙ্গি সম্পৃক্ততায় কেউ দেশে ফেরত আসেনি'

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম | ছবি: সংগৃহীত
2

বাংলাদেশে এ মুহূর্তে কোনো জঙ্গিবাদ নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, 'মালয়েশিয়া থেকে জঙ্গি সম্পৃক্ততায় কেউ দেশে ফেরত আসেনি।' ৩ জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে সে দেশের দরকার এমন তথ্যও জানিয়েছেন তিনি।

আজ (রোববার, ৬ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এসব তথ্য জানান তিনি।

বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি বাড়াতে কার্গো ও কোল্ড স্টোরেজ সক্ষমতা বাড়াতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন।

উপদেষ্টা বলেন, 'জঙ্গি সম্পৃক্ততায় মালয়েশিয়ায় আটক ৫ জনের ব্যাপারে সে দেশের সরকারের কাছে আরো তথ্য চাইবে বাংলাদেশ। এ সময় উপদেষ্টা দাবি করেন, বাংলাদেশে আগে জঙ্গি থাকলেও এখন নেই।'

সেজু