রোহিঙ্গা শরণার্থীদের প্রয়োজনীয় সহায়তা বন্ধের ঝুঁকির ইঙ্গিত ইউএনএইচসিআরের

ইউএনএইচসিআর
ইউএনএইচসিআর | ছবি: সংগৃহীত
0

নতুন করে অর্থ না পেলে বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়তা বন্ধের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছ জাতিসংঘের শরণার্থী সংস্থা, ইউএনএইচসিআর। শুক্রবার (১১ জুলাই) জেনেভায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র বাবর বালুচ।

তিনি জানান, বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৫৫ মিলিয়ন ডলারের আবেদন করা হলেও মাত্র ৩৫ শতাংশ অর্থায়ন করা হয়েছে।

যা দিয়ে বাংলাদেশে থাকা ১০ লাখের বেশি রোহিঙ্গাদের জন্য খাদ্য, স্বাস্থ্যসহ যাবতীয় মানবিক চাহিদা মেটানো সম্ভব হবে না।

তহবিল ঘাটতি রোহিঙ্গা শরণার্থীদের দৈনন্দিন জীবনযাত্রার ওপর প্রভাব ফেলবে বলেও উল্লেখ করেন তিনি।

এর মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত ও সহিংসতার কারণে গত ১৮ মাসে নতুন করে আরও দেড় লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন বলে তথ্য দিয়েছে ইউএনএইচসিআর।

সেজু