তিনি বলেন, ‘হত্যার উদ্দেশ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলা চালানো হয়েছে।’
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জের কর্মসূচি শেষ করে মাদারীপুরে যাওয়ার সময় গোপালগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায়, গুলিবর্ষণ করে, দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়ি বহরে হামলা করে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ছিল, তাদের ওপরও হামলা চালায়।’
আরো পড়ুন:
তিনি বলেন, ‘গোপালগঞ্জের আজকের ঘটনায় আওয়ামী লীগের আসল রূপ দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে। মুজিববাদী সন্ত্রাসী, ফ্যাসিস্ট এবং একটি জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘গোপালগঞ্জে এনসিপিকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ।’ হামলার প্রতিবাদে কাল সারাদেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।