গোপালগঞ্জে কারফিউ: বন্ধ দোকানপাট, সড়কে সীমিতসংখ্যক রিকশা ও হালকা যান

কারফিউয়ের মধ্যে চলছে অল্প যানবাহন
কারফিউয়ের মধ্যে চলছে অল্প যানবাহন | ছবি: সংগৃহীত
1

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে বুধবার (১৬ জুলাই) দিনভর সংঘাত-সংঘর্ষ ও হতাহতের ঘটনার পর রাত থেকেই কারফিউ চলছে। গতকাল রাত ৮টায় শুরু হওয়া ২২ ঘণ্টার এ কারফিউ চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আজ (বৃহস্পতিবার, ১৭ জুলাই) সকালে নগরীর গেটপাড়া থেকে লঞ্চঘাট পর্যন্ত এলাকায় বেশিরভাগ দোকানপাট বন্ধ দেখা গেছে। তবে রাস্তায় রিকশা ভ্যান ও হালকা কিছু যানবাহন চলছে।

রাস্তায় মানুষের উপস্থিতিও কম। প্রতিদিনের মত বৃহস্পতিবারও পরিচ্ছন্নতাকর্মীরা তাদের কাজ করেছেন। দিনমজুরদেরও কাজের সন্ধানে বের হতে দেখা গেছে।—বিবিসি

এএইচ