ভাস্কর হামিদুজ্জামান খানের প্রয়াণ

চিত্রশিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান
চিত্রশিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান | ছবি: সংগৃহীত
0

খ্যাতিমান চিত্রশিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান মারা গেছেন। আজ (রোববার, ২০ জুলাই) সকাল সাড়ে ১০টা ৭ মিনিটে রাজধানীর মাদানী অ্যাভিনিউর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ৭৯ বছর বয়সে মারা যান তিনি। ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কদিন ধরে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুর খবরটি এখন টিভিকে নিশ্চিত করেছেন শিল্পী বিপুল শাহ্।

১৯৪৬ সালের ১৬ মার্চ কিশোরগঞ্জের সহশ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন হামিদুজ্জামান খান। তিনি ১৯৬৭ সালে বাংলাদেশ কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটস (বর্তমান চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়) থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি লাভ করে সেখানে ১৯৭০ সালে যোগ দেন শিক্ষক হিসেবে।

তার গড়া ভাস্কর্যের বেশিরভাগই মুক্তিযুদ্ধকে ভিত্তি করে। ২০০৬ সালে শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক লাভ করেন এই ভাস্কর।

হামিদুজ্জামান খানের গড়া অন্যতম ভাস্কর্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সার কারখানায় ‘জাগ্রতবাংলা’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সংশপ্তক’, ঢাকা সেনানিবাসে ‘বিজয় কেতন’, মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবন প্রাঙ্গণে ‘ইউনিটি’, কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘ফ্রিডম’, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতা চিরন্তন’, আগারগাঁওয়ে সরকারি কর্মকমিশন প্রাঙ্গণে ‘মৃত্যুঞ্জয়ী’, মাদারীপুরে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’।

এনএইচ