তিন নির্বাচনের কর্মকর্তাদের তথ্য চেয়ে ইসিকে পিবিআইর চিঠি

ইসিকে পিবিআইর চিঠি
ইসিকে পিবিআইর চিঠি | ছবি: সংগৃহীত
1

বিগত তিন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার ও ভোটগ্রহণ কর্মকর্তাদের বিস্তারিত তথ্য চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তের স্বার্থে এসব তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া এক মামলায় বিগত তিনটি জাতীয় নির্বাচনের ভোটসংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। ওই মামলার ভিত্তিতে ৩ জুলাই নির্বাচন কমিশনে চিঠি দেয় পিবিআই। এরপরই বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে ইসি।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করে তা পিবিআইকে দেয়া হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত বিগত তিন জাতীয় নির্বাচন ঘিরে নানা অভিযোগ ও বিতর্ক রয়েছে। বিরোধীদলের অংশগ্রহণ ছাড়াই একতরফা ও জালিয়াতির অভিযোগে এসব নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রশ্ন তোলা হয়েছিল। নির্বাচন আয়োজন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কর্মকর্তারাও এবার তদন্তের আওতায় আসছেন।

এনএইচ