মাইলস্টোন ট্র্যাজেডি: নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নম্বর

বিমান বিধ্বস্তের পর ক্ষতিগ্রস্ত ভবনের সামনে উদ্ধার তৎপরতা
বিমান বিধ্বস্তের পর ক্ষতিগ্রস্ত ভবনের সামনে উদ্ধার তৎপরতা | ছবি: সংগৃহীত
1

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত পাইলটসহ ১৯ জন নিহত হয়েছেন। এছাড়াও দগ্ধ হয়েছেন ১৫০ এর বেশি।

স্কুল থেকে নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের বিষয়ে খোঁজ নেয়ার জন্য জরুরি যোগাযোগে কিছু নম্বর দেয়া হয়েছে। আজ (সোমবার, ২১ জুলাই) অন্তর্বর্তী সরকার প্রধানের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব নম্বরের বিষয়ে জানানো হয়।

জরুরি নম্বরগুলো হলো, মিলিটারি রেস্কিউ ব্রিগেড 01769024202, সিএমএইচ বার্ন ইউনিট 01769016019, সিএমএইচ ইমার্জেন্সি 01769013311, মাইলস্টোন স্কুল অ্যাডমিন অফিসার 01814774132‬, ভাইস প্রিন্সিপাল 01771111766।

এছাড়াও জাতীয় ইমার্জেন্সি নম্বর ৯৯৯ এ যোগাযোগ করলে সেখান থেকে পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দিবে।

এএইচ