‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহতদের সিঙ্গাপুরে পাঠানো হবে’

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন | ছবি: সংগৃহীত
0

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহতদের সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানান সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন। আজ (মঙ্গলবার, ২২ জুলাই) সকালে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে উত্তরার মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে এসে তিনি এ কথা জানান।

তিনি সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার সব কিছুই করা হবে বলেও জানান এম সাখাওয়াত হোসেন।

এছাড়া বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা গেলে দুর্ঘটনার কারণ জানা যাবে বলেও জানান তিনি। এমন জনবহুল স্থানে যুদ্ধবিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্নে তোলেন উপদেষ্টা।

এসএস