বিমান বিধ্বস্ত: অপরাধী খুঁজে বের করার আহ্বান নায়েবে আমির মুজিবুরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান | ছবি: সংগৃহীত
0

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের তদন্ত কমিটি করে কেউ অপরাধী কিনা তা খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ (বুধবার, ২৩ জুলাই) সকালে উত্তরার দিয়াবাড়িতে আহত, নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এমন আহ্বান জানান তিনি।

এ দুর্ঘটনায় আহত বা নিহতদের মধ্যে যারা অসচ্ছল পরিবারের তাদের সাহায্য করারও আহ্বান জানিয়েছেন তিনি। এসময় জামায়াতের নায়েবে আমীর নিহত কয়েকটি পরিবারের সদস্যদের কাছে গিয়ে সান্ত্বনা দেন। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

পরে সাংবাদিকদের অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় বেশি ক্ষতিগ্রস্ত রোগীদের সরকারি খরচে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো উচিত।’ এক্ষেত্রে সরকারকে আরও যত্নশীল হবার আহ্বান জানান তিনি। এছাড়াও, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাইলস্টোন দুর্ঘটনায় আহত, নিহত পরিবারকে ৫০ লাখ টাকা দেয়ার কথা জানান তিনি।

এএইচ