রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৮তম দিনের বৈঠকের আলোচ্য বিষয় ছিল নির্বাচন কমিশন গঠন, সরকারী কর্ম-কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ন্যায়পাল নিয়োগের বিধান।
এসব পদের নিয়োগের বিধান বিভিন্ন রাজনৈতিক দল সংবিধানে অন্তর্ভুক্ত করার মত দিলেও বিএনপি শুধু নির্বাচন কমিশনের ক্ষেত্রে ছাড় দিয়েছে। তবে বাকি ৪টি কমিশনের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয় দলটি।
এক্ষেত্রে ৭ জনের জায়গায় ৫ জনের সিলেকশন কমিটি গঠনের সুপারিশ করেছে বিএনপি। সিলেকশন কমিটিতে থাকবেন, সংসদ নেতা, স্পিকার, প্রধান বিরোধী দল, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতির একজন প্রতিনিধি।