চিকিৎসক দলটি রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে চিকিৎসা কার্যক্রমে অংশ নেবেন এবং প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা প্রদান করবেন।
চীনের বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দলে রয়েছেন- লিউ শুহুয়া, ইয়াং ফেই, লি জে, ঝাং জিনলি, লিউ হুয়ান।
চীনা বিশেষজ্ঞদের আগমন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি মানবিক দৃষ্টান্ত। বিশেষ করে বড় ধরনের দুর্ঘটনায় আন্তর্জাতিক সহযোগিতার একটি তাৎক্ষণিক প্রতিফলন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, দুর্ঘটনায় দগ্ধ হয়ে একাধিক রোগী বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। অনেকের অবস্থা সঙ্কটাপন্ন।