মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

ইনসেটে শিক্ষার্থী আয়মান
ইনসেটে শিক্ষার্থী আয়মান | ছবি: সংগৃহীত
16

বিমান বিধ্বস্তের পর অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আরও এক শিক্ষার্থী মারা গেছে। আয়মান (১০) নামের ওই শিশুকে আজ (শুক্রবার, ২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিল আয়মান। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

আয়মান মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম ইসমাইল হোসেন। বাড়ি শরীয়তপুর জেলার বদরগঞ্জ থানার নারায়ণপুর গ্রামে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়মানের জানাজা ও দাফন নিজ গ্রামেই সম্পন্ন হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের আজ সকাল ১০টার সর্বশেষ তথ্য অনুযায়ী, মর্মান্তিক এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে ৩২ জন। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৫১ জন।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে। ওই দিন রাতেই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়। ফলে নিহতের সংখ্যা দাঁড়ায় ৩২-এ।

এদিকে, গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এক বিবৃতিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় তাদের ২০ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক এবং ২ জন অভিভাবক প্রাণ হারিয়েছেন।

এনএইচ