ঢাকার ভেতরের বিভিন্ন এলাকা ছাড়াও দূরদূরান্তের বিভিন্ন জেলা থেকে ক্যাম্পাসের প্রধান গেইটে এসে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ। যাদের চোখেমুখে ব্যথাতুর চাহনি। মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে যে ধ্বংসাবশেষ রয়েছে সেটাও নিজ চোখে দেখতে চান তারা।
গতকাল (বৃহস্পতিবার, ২৪ জুলাই) কাউকে ঢুকতে দেয়া না হলেও আজ (শুক্রবার, ২৫ জুলাই) সকাল থেকে গণমাধ্যম ছাড়া সাধারণ মানুষদের ক্যাম্পাসের ভিতরে ঢুকতে দিচ্ছে মাইলস্টোন কর্তৃপক্ষ।
এদিকে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আংশিকভাবে রোববার থেকে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হবে।