সিলেটে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৫’ শুরু

টাইগার লাইটনিং-২০২৫ সামরিক মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যরা
টাইগার লাইটনিং-২০২৫ সামরিক মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যরা | ছবি: আইএসপিআর
0

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপিএসি) যৌথ উদ্যোগে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫’ সামরিক মহড়ার উদ্বোধন হয়েছে। আজ (শুক্রবার, ২৫ জুলাই) সিলেটের জালালাবাদ সেনানিবাসে প্যারা কমান্ডো ব্রিগেড সদর দপ্তরে এ মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএস প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল অ্যাসকট এ. উইন্টার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মহড়াটি ৩০ জুলাই পর্যন্ত চলবে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ এবং যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের ৬৬ জন সেনাসদস্য অংশগ্রহণ করছেন।

এবারের অনুশীলনের মূল উদ্দেশ্য পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, যৌথ কৌশলগত সক্ষমতা উন্নয়ন ও যেকোনো বৈশ্বিক হুমকি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা।

অনুশীলন চলাকালে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা বিষয়ক নানা কৌশলগত প্রশিক্ষণ পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে পরিচালক, সেনাবাহিনী এয়ার ডিফেন্স পরিদপ্তর; পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তর এবং প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার।—প্রেস বিজ্ঞপ্তি

এএইচ