উত্তরা ট্র্যাজেডি: আহত আরও ১০ জনকে এক সপ্তাহের মধ্যে ছাড়

আহতদের শারীরিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলন করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন
আহতদের শারীরিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলন করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন | ছবি: সংগৃহীত
0

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও দুজন শনিবার (২৬ জুলাই) মারা গেছেন। এছাড়া, দুই শিক্ষার্থী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ৩৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, নয়জনের অবস্থা গুরুতর এবং বাকিরা অন্যান্য ওয়ার্ডে ভর্তি আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে আরও অন্তত ১০ জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেয়া যাবে।

এদিকে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়মিত রোগীদের আনাগোনা লেগেই আছে। এর মধ্যেই অপেক্ষমাণ অভিভাবকরা অ্যাম্বুলেন্সের শব্দ শুনলেই আতঙ্কিত হয়ে উঠছেন, যেন নতুন কোনো মৃত্যুর খবর না শুনতে হয়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন স্বজন, চিকিৎসক, নার্স এবং সাধারণ মানুষ সবাই।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩৬ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১১ জন, শহিদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে একজন রোগী চিকিৎসাধীন আছেন।

ইএ