‘চাঁদাবাজ যেই হোক, যত বড়ই হোক কোনো ছাড় দেয়া হবে না’

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী | ছবি: এখন টিভি
0

চাঁদাবাজ যেই হোক, যত বড়ই হোক কোনো ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (সোমবার, ২৮ জুলাই) বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘চাঁদাবাজ যেই হোক, যত বড়ই হোক কোনো ছাড় দেয়া হবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতীয় সংসদে নির্বাচনকে সামনে রেখে আগামী আগস্ট থেকে ধাপে ধাপে পুলিশের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।’ ট্রেনিংয়ের সময়সীমার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এখানে এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসবে। নির্বাচনের আগ পর্যন্ত।’

এসপি, ওসিদের পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘এসপি-ওসি পরিবর্তন, বদলি প্রতিনিয়ত হচ্ছে। সব সময় চলমান রয়েছে।’ নির্বাচনকেন্দ্রিক পরিবর্তন হলে তা দেখা যাবে বলেও জানান তিনি।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাদক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। এটা কমানোর জন্য আপনারা জানেনে কক্সবাজারে আমরা একটি হাইকমিটি গিয়েছিলাম তাদের অর্জন দেখার জন্য। ওখানে যাওয়ার পর আমরা কিছুটা সুফল পেয়েছি। মাদক চোরাচালান অনেক ধরা পড়ছে।’

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘মাদকের বহনকারীরা ধরা পড়লেও এর মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে রয়ে যায়, তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। মূল হোতারা ধরা না পড়ার জন্য আমাদের কিছু সংস্থার দায় রয়ে গেছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না।’

এএইচ