‘মাইলস্টোনে বিমান দুর্ঘটনার তদন্তে সহায়তায় যোগ দিতে পারে চীনের বিশেষজ্ঞ দল’

বিমান বাহিনীর সংবাদ সম্মেলনে
বিমান বাহিনীর সংবাদ সম্মেলনে | ছবি: আইএসপিআর
0

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তদন্তে সহায়তা করার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিমান বাহিনীর জরুরি সমন্বয় কেন্দ্রের প্রধান সমন্বয়ক এয়ার কমোডর মো. মিজানুর রহমান। আজ (সোমবার, ২৮ জুলাই) তেজগাঁওয়ে এভিয়েশন ইউনিভার্সিটিতে আয়োজিত বিমান বাহিনীর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় দুর্ঘটনা সংক্রান্ত সকল তথ্য তদন্তের পরেই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘ঘটনার দিন বিমানবাহিনী উদ্ধারকার্যে অংশগ্রহণ করে এবং একই দিনে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠিত হয়। চীনের একটি বিশেষজ্ঞদল আসার সম্ভাবনা রয়েছে তদন্তে সহায়তা করার জন্য । তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে।’

এ সময় নিহতের সংখ্যা নিয়ে বিভান্তি থাকলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাইলষ্টোন স্কুল অ্যান্ড কলেজের সব ভবন বৈধভাবে তৈরা করা হয়েছে বলেও দাবি করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম। 

অন্যদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩৩ জনের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মারুফুল ইসলাম।

এসএইচ