আজ (শুক্রবার, ১ আগস্ট) বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসময় তিনি বলেন, ‘জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারির বিষয়টি পারিবারিক ও দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘গত ১৯ জুলাই সমাবেশে অসুস্থ হয়ে পরলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পরে গত ৩০ জুলাই ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করালে তার হার্টের আর্টারিতে ৫টি ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা।’
এ সময় চিকিৎসকেরা বিদেশে নেয়ার পরামর্শ দিলেও দেশেই চিকিৎসা নেওয়ার কথা জানান জামায়াত আমির। আগামীকাল হাসপাতালে ভিড় না করে বাসায় বসে সবাইকে দোয়া করার আহবান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
এ সময় দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান জামায়াত আমিরের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।