জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, মঙ্গলবার বিকেলে ঘোষণা

জুলাই সনদ
জুলাই সনদ | ছবি: এখন টিভি
0

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী (মঙ্গলবার, ৫ আগস্ট) বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। আজ (শনিবার, ২ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।

আরও পড়ুন:

এর আগে আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের র‍্যালি শেষে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো নিয়েই জুলাই সনদ হবে। সুনির্দিষ্ট সময় আজকেই জানিয়ে দেয়া হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

মাহফুজ আলম বলেন, ‘আগামী পাঁচ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে।’

সেজু