প্রায় সাড়ে চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে আয়াক্স ছেড়ে চেলসিতে নাম লিখিয়েছেন হাতো। গত মৌসুমে ডাচ লিগের সেরা তরুণ ফুটবলারের স্বীকৃতি 'ইয়োহান ক্রুইফ ট্যালেন্ট অব দা ইয়ার' জিতেছেন তিনি।
স্পার্টা রটারডামের একাডেমি হয়ে সাত বছর বয়সে ফুটবলার হয়ে ওঠার অভিযান শুরু হাতোর। ১২ বছর বয়সে তার ঠিকানা হয় আয়াক্সের অ্যাকাডেমি। সেখানেই নিজেকে গড়ে তোলেন।
অভিষেক মৌসুমে ক্লাবের যুব অ্যাকাডেমির সবচেয়ে প্রতিভাবান ফুটবলারের পুরস্কারও জিতে নেন। মাত্র ১৭ বছর বয়সেই জাতীয় দলেও অভিষেকও হয় তার।