সুনামগঞ্জে ভাড়া নিয়ে শ্রমিক-শিক্ষার্থীদের দ্বন্দ্ব, দূরপাল্লার যান চলাচল বন্ধ ঘোষণা

বাস টার্মিনাল
বাস টার্মিনাল | ছবি: এখন টিভি
1

সুনামগঞ্জে বাস ভাড়া নিয়ে শ্রমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য দূর পাল্লার যান চলাচল বন্ধ ঘোষণা দিয়েছে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

জানা গেছে, আজ (রোববার, ৩ আগস্ট) বিকেল ৪টায় জেলার শান্তিগঞ্জ সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসের সামনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেল্পার মারধরের শিকার হয়েছেন এমন অভিযোগ এনে পৌর শহরের নতুন বাস্টেশন এলাকায় সড়ক অবরোধ করে রাখেন বাস শ্রমিকরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ শহরের মল্লিকপুর নতুন শন থেকে রোববার সকালে একটি বাস শান্তিগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যায়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সামনে বাস থেকে শিক্ষার্থীরা নামার সময় ভাড়া নিয়ে বাসের হেল্পারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় বাসের হেল্পার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ তোলেন বাস শ্রমিকরা। পরে বিষয়টি জানাজানি হলে বিকেল ৪টা থেকে শহরের নতুন বাসস্টেশনের সামনের সড়ক অবরোধ করেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

এ কারণে শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন এই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো যাত্রী। আটকা পড়ে  শত শত যানবাহন।

সুবিপ্রবির রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী জয় ও আরিফসহ কয়েকজন শিক্ষার্থী সুনামগঞ্জ থেকে শান্তিগঞ্জ যাওয়ার সময় অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই হেলপার একজন শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা বাধে।’

তিনি জানান, বাসে থাকা শিক্ষার্থীরা দাবি করেছেন, ঝগড়ায় জড়ানো বাসের হেলপার মাদকাসক্ত ছিলেন।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়া নিয়ে এর আগেও ঝগড়া—বিবাদ করেছেন। আজ সকালে (রোববার) তারা একজন শ্রমিককে মারধর করেছে। ক্ষুব্ধ শ্রমিকরা এই ঘটনার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে। পরিবহন মালিক-শ্রমিকরা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে সুনামগঞ্জ থেকে কোনো দূর পাল্লার বাস ছেড়ে যাবে না।’

এএইচ