গেল এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে থাকা এ মরদেহগুলোর খোঁজে আসেননি কেউ। এতে করে অজ্ঞাত হিসেবেই আজ রাজধানীর জুরাইনে দাফন করা হচ্ছে তাদের। বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক আহমেদ।
অজ্ঞাত ৬টি মরদেহের বয়সের পরিধি ২২ থেকে ৩২ এর মধ্যে যাদের একজন নারী। নিহতদের একজনের নাম এনামুল বলে জানা গেছে। চামড়া নষ্ট হয়ে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা রয়েছে, যেন ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
এর আগে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান জানান, আগস্টের ৭ থেকে ১৪ তারিখের মধ্যে মরদেহগুলো মেডিকেলে আসে। নিহতদের ১ জন গান শট ও বাকি ৫ জন ভোতা অস্ত্রের আঘাতে মৃত্যুবরণ করেছে বলে জানান তিনি।