ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ

নির্বাচন কমিশন (ইসি)
নির্বাচন কমিশন (ইসি) | ছবি: সংগৃহীত
0

নির্বাচন কমিশন (ইসি) সারাদেশের সব নির্বাচন অফিসে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে। এতে ভোটাররা ২১ আগস্ট পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ পাবেন।

কমিশন সূত্র জানিয়েছে, এবার বাড়ি বাড়ি গিয়ে মোট ৬০ লাখের বেশি ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর ফলে মৃত ও নতুন ভোটার হালনাগাদের প্রক্রিয়ায় প্রায় ৪৪ লাখ নতুন ভোটার নতুনভাবে যুক্ত হতে চলেছেন।

সম্পূরক তালিকা থেকে দাবি-আপত্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর ৩১ অক্টোবরের মধ্যে, তফসিলের এক মাস আগে, যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে; তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন

এখন পর্যন্ত প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখের বেশি।

একই সময়ে আজ সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আপিলের শেষ দিন। ৩০ জুলাই ৩০০টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া তালিকায় ৩৯ আসনের সীমানায় ছোট-বড় পরিবর্তনের তথ্য দেয়া হয়। খসড়া তালিকার ওপর ১০ আগস্ট পর্যন্ত আপত্তি জানানোর আহ্বান করা হয়েছিল।

এছাড়া, দেশীয় পর্যবেক্ষকদের মনোনয়নের আবেদন জমা দেয়ার শেষ সময়ও আজ।

নির্বাচন কমিশনের সচিব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন তালিকায় কতজন ভোটার যুক্ত হয়েছেন, সে তথ্য জানাবেন।

এনএইচ