দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০

ভোটের প্রতীকী ফটো
ভোটের প্রতীকী ফটো | ছবি: সংগৃহীত
0

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে, যেটিতে নতুন করে অন্তর্ভুক্তি হয়েছে ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ জনের।

আজ (রোববার, ১০ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এবারের হালনাগাদে মোট প্রায় ৪৫ লাখ ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে বিভিন্ন কারণে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন ভোটার মারা যাওয়ায় বা অন্যান্য কারণবশত বাদ দেয়া হয়েছে। এর ফলে নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ জন।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি | ছবি: সংগৃহীত

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই সম্পূরক তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটাররা দাবি-আপত্তি জানাতে পারবেন আগামী ২১ আগস্টের মধ্যে। এরপর ২৪ আগস্টের মধ্যে এসব আপত্তি নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। এরপর অন্যান্য কার্যক্রম শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন

অন্যদিকে, ৩১ অক্টোবরের মধ্যে যারা ১৮ বছর পূর্ণ করবেন, তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এরপর তফসিলের আগে নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করবে।

এনএইচ